মানিকগঞ্জে ইভটিজিং করায় পাঁচ যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

অভিযুক্তরা হলেন, জেলার শিবালয় উপজেলার সাটুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), আলী চাঁদের ছেলে আশিক খান (২৪), চরধুবুলিয়া গ্রামের মৃত বিশা খানের ছেলে শিপন খান (২৪), পয়লা গ্রামের তোতা শেখের ছেলে ইয়াসিন শেখ (২২) এবং ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত আজহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

শিবাবালয়ের ওসি মো. কামাল হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে হাজির করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার সন্ধ্যায় দশম শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। শতঘর তেওতা বটতলায় পৌঁছালে হঠাৎ অভিযুক্তরা তার পথরোধ করে। একপর্যায়ে টানাহেঁচড়া শুরু হলে ওই ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করে। এতে এলাকার লোকজন ছুটে আসে। লোকজন তাদের ৫ জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০