গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, জরিমানা  

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

গোপালগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দণ্ডিত ব্যক্তির চেম্বার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। 

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক রেজাউল করিম জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ জানান, ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে চেম্বার খুলে প্রেসক্রিপশনে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকালে ওই চেম্বারে অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রেজাউল করিম স্বীকার করেন তার কোন সনদ নেই এবং তিনি কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করেননি। এ ঘটনায় ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিমকে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার চেম্বার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে আজ সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০