গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, জরিমানা  

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

গোপালগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দণ্ডিত ব্যক্তির চেম্বার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। 

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক রেজাউল করিম জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ জানান, ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে চেম্বার খুলে প্রেসক্রিপশনে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকালে ওই চেম্বারে অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রেজাউল করিম স্বীকার করেন তার কোন সনদ নেই এবং তিনি কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করেননি। এ ঘটনায় ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিমকে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার চেম্বার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে আজ সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০