গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, জরিমানা  

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

গোপালগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ রেজাউল করিম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দণ্ডিত ব্যক্তির চেম্বার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। 

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক রেজাউল করিম জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ জানান, ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে চেম্বার খুলে প্রেসক্রিপশনে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকালে ওই চেম্বারে অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রেজাউল করিম স্বীকার করেন তার কোন সনদ নেই এবং তিনি কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করেননি। এ ঘটনায় ‘ভুয়া’ চিকিৎসক রেজাউল করিমকে একমাসের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার চেম্বার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে আজ সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত
মার্কিন কোম্পানিগুলোকে ত্রৈমাসিক রিপোর্ট করতে হবে না: ট্রাম্প
গাজায় আগুন জ্বলছে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
রাজবাড়ীতে মালয়েশিয়া প্রবাসী বিল্লালের দাফন সম্পন্ন
ইউপি সদস্য হতে বাড়ি বাড়ি গাছ বিলান রফিকুল
মাদকবিরোধী অভিযানে কলম্বিয়াকে মিত্র হিসেবে স্বীকৃতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের: পেট্রো
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের পর গাজা সিটিতে ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ
ভোলায় সাহিদা আক্তার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত
১০