গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭
সোমবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ছবি : বাসস

গাজীপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলে আজ সোমবার দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।  

পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষিশিক্ষার বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য। এটি বিশ্ববিদ্যালয় গৃহীত ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বিবেচিত। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট হলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয়। 

শহীদ তাজউদ্দীন আহমেদ হলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে যথাক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে কর্মসূচি শেষ হয়। প্রতিটি হলেই উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমানের বলেন, বনভূমি ধ্বংস, কার্বন নিঃসরণ বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পৃথিবীর প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সৌন্দর্য বর্ধনের কাজ নয়, এটি জীবনের প্রতীক, পরিবেশ রক্ষার এক শক্তিশালী হাতিয়ার। 

উল্লেখ্য, জুলাই ২৪ গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে অম্লান করে রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের আলোকে ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুল জাতীয় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি  
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার 
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১০