নীলফামারীতে কমেছে তিস্তার পানি

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০
কমেছে তিস্তার পানি। ছবি : বাসস

নীলফামারী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় কমেছে তিস্তা নদীর পানি। 

আজ সোমবার সকাল ৯ টায় পানি বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে বেলা তিনটায় বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে নামে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার সকাল ৯ টায় বিপৎসীমা ছুঁই ছুঁই করে এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা তিনটায় পানি কমে ১১ সেন্টিমিটার নিচে নামে। এর আগে রোববার সন্ধ্যায় বিপৎসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। বিকেলে পানি কমায় এসব গ্রাম থেকে পানি নামতে শুরু করে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, আজ সোমবার সকালে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করে। বিকেলে পানি কমেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি  
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার 
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১০