নীলফামারীতে কমেছে তিস্তার পানি

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০
কমেছে তিস্তার পানি। ছবি : বাসস

নীলফামারী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় কমেছে তিস্তা নদীর পানি। 

আজ সোমবার সকাল ৯ টায় পানি বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে বেলা তিনটায় বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে নামে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার সকাল ৯ টায় বিপৎসীমা ছুঁই ছুঁই করে এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা তিনটায় পানি কমে ১১ সেন্টিমিটার নিচে নামে। এর আগে রোববার সন্ধ্যায় বিপৎসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। বিকেলে পানি কমায় এসব গ্রাম থেকে পানি নামতে শুরু করে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, আজ সোমবার সকালে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করে। বিকেলে পানি কমেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০