ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬ আপডেট: : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭
ফেনীতে তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ফেনী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ফেনীতে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকালে স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, পিএফজির ফেনী সদরের কো অর্ডিনেটর মোর্শেদ হোসেন ও নারী নেত্রী নুর তানজিলা রহমান। 

অতিথিরা তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘দ্বন্দ্ব একটি স্বাভাবিক বিষয়, তবে দ্বন্দ্ব ছড়িয়ে পড়লে এটি সংঘাতে রূপ নেয়। দ্বন্দ্ব মেটাতো হলে দরকার সংলাপ। সংলাপের মাধ্যমে যেকোনো বিষয়ের সঠিক সিন্ধান্ত উঠে আসবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, “সামনে নির্বাচন আসছে। ঠিক এই সময়ে তৃতীয় পক্ষ, রাহু শক্তি আমাদের ঘিরে ধরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে।"

দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অফিসার মো. মনিরুজ্জামান, এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর খোদেজা বেগম প্রশিক্ষণ প্রদান করেন। 

সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রপের সকল অংশগ্রহণকারীকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে সনদপত্র ও ব্যাগ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০