সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন থেকে ৪৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো। এ সময় তাদের কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস জব্দ করা ছাড়াও ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি আজ নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মোহাম্মদ ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।

অভিযানের বিষয়ে হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) দুপুর আড়াইটায় সাতকানিয়া থানার ঢেমশা গ্রামের বটতলী রেলক্রসিং এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নোহা মাইক্রোবাস, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেটসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তারা গ্রেপ্তার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে পালানোর চেষ্টা করছিল। ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
১০