রংপুর বিভাগে দুর্গাপূজা উপলক্ষে ৪৬,৬৯৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪
ছবি : সংগৃহীত

রংপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) রংপুর রেঞ্জ ৪৬,৬৯৮ জন প্রশিক্ষিত সদস্য মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

রংপুর রেঞ্জের আওতাধীন রংপুর বিভাগের আটটি জেলায় মোট ৫,৩৪৩টি পূজা মণ্ডপে ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায় প্রতিটি পূজা মণ্ডপের ঝুঁকির মাত্রা অনুযায়ী জেলা কমান্ড্যান্টরা সদস্য নির্বাচন করে দায়িত্ব বণ্টন করেছেন।

রংপুর রেঞ্জের এক কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে আটজন এবং সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা অনুযায়ী মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যা হলো: রংপুরে ৯০৭টি মণ্ডপে ৭,৬৪৮ জন, কুড়িগ্রামে ৫২৫টি মণ্ডপে ৪,৬৪৪ জন, লালমনিরহাটে ৪৬৮টি মণ্ডপে ৪,২৩৬ জন, গাইবান্ধায় ৫৭৭টি মণ্ডপে ৪,৯৪৮ জন, নীলফামারীতে ৮৪১টি মণ্ডপে ৭,০৪২ জন, দিনাজপুরে ১,২৫৯টি মণ্ডপে ১১,০৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ৪৬৮টি মণ্ডপে ৪,৪৩৬ জন, পঞ্চগড়ে ২৯৮টি মণ্ডপে ২,৬৮৮ জন।

এর আগে, রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফ করেন।

তিনি জানান, পূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় করণীয় সম্পর্কে সদস্যদের পূর্ব-নির্দেশনা দেওয়া হয়েছে।

আনসার-ভিডিপি সদস্যরা পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের চলাচল ও দর্শন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহায়তা করবেন।

তিনি বলেন, ‘জরুরি পরিস্থিতিতে আনসাররা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’ পাশাপাশি কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পরিদর্শন ও তদারকি করবেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
ভারতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
রংপুর বিভাগে দুর্গাপূজা উপলক্ষে ৪৬,৬৯৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
১০