হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৩

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালিমন্দিরে আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা  জানানো হয়, আজ রোববার বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালিমন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাউল, ডাল ও তেলসহ বিভিন্ন উপহারসামগ্রী এবং নগদ ১০হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।

অধিনায়ক বলেন, বিজিবি হবে 'সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নে বিজিবি  বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিনে ও রাতে টহলের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০