নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৯
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি : ফেসবুক

নিউইয়র্ক, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার নিউইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, আমরা আশা করি, প্রবাসী বাংলাদেশিরা নতুন বাংলাদেশ গঠনে জোরালো ভূমিকা পালন করবেন।

তিনি উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশে নতুন নেতৃত্ব সৃষ্টির পথ প্রশস্ত করেছে। এ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম সবার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং সবার অধিকার রক্ষার পক্ষে সোচ্চার।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সুদৃঢ় অবস্থান নিয়েছে এবং ভোটাধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
রাসপূজায় দুবলার চরে যাওয়া যাবে পাঁচ রুটে
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
১০