মাগুরা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরা শহরের নবগঙ্গা নদীতে পড়ে মো. দীপ্ত (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পারনান্দুয়ালী ঢাকা রোডসংলগ্ন নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দীপ্ত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি শহরতলীর মেটারনিটি পাড়ায়। দীপ্তর বাবা ফেরদৌস হোসেন শিপলু কানাডা প্রবাসী।
স্থানীয় পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা ওয়াজিউল্লাহ রুমী জানান, সন্ধ্যার আগে দীপ্ত তার দুই বন্ধুকে নিয়ে ব্রিজ এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা সেলফি ও টিকটক ভিডিও করছিল। হঠাৎ পা পিছলে দীপ্ত ব্রিজের গেটের কপাট ঘেঁষে নদীতে পড়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজসংলগ্ন এলাকায় কোনো বৈদ্যুতিক বাতি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেড় মাস আগে একই এলাকায় এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল। এক দিন পর তার লাশ নদীর বরুনাতৈল খেয়াঘাট থেকে উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি এলে উদ্ধার কাজ শুরু হবে।