পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত ‎

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯
পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: বাসস

পাবনা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। আজ সোমবার ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। প্রায় তিন ঘণ্টা পর সকাল সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুইটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভাঙ্গুড়া বরাল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না। ‎

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
১০