রাজশাহীতে মাদকসহ দুই কারবারি আটক

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর পুঠিয়ায় মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। 

রোববার দিবাগত রাত ১১টার দিকে পুঠিয়া থানাধীন পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক, ট্রাক ও মোবাইল জব্দ করা হয়। 

আজ সোমবার র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধাতমা গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাকচালক কাশেম আলী (৩২) ও নগরীর রাজপাড়া ধানাধীন শ্রীরামপুর গ্রামের আফজালের ছেলে হেলপার জয় হোসেন (৩০)। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে, কিছু মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে ট্রাকে করে নাটোর থেকে গিয়ে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ট্রাকচালক ও হেলপারকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা আন্তজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে করে মালামাল পরিবহণের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে খুচরা ও পাইকারি কারবারি ও মাদকসেবিদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
রাসপূজায় দুবলার চরে যাওয়া যাবে পাঁচ রুটে
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
১০