চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮
চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

চাঁদপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ সোমবার সকালে এ তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), মো. লিটন (৩৫) ও কাউসারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল জব্দ করা হয়।

একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মোবাইল জব্দ করা হয়।

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা
যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে
নেপালে বিক্ষোভ সহিংসতার জেরে সাবেক প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
কচুয়ায় সপ্তমীতে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন 
পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
রাজবাড়িতে টাইফয়েড প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
উন্মুক্ত লটারিতে ঢাকায় ওএমএস ডিলার নিয়োগ 
মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে টাস্কফোর্স কমিটির সভা 
১০