শ্রমিক কল্যাণ তহবিলে ৩ প্রতিষ্ঠানের ৮৮ কোটি টাকা প্রদান

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শ্রমিক কল্যাণ তহবিলে তিনটি প্রতিষ্ঠান তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে ৮৮ কোটি টাকা প্রদান করেছে।

রোববার গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড তাদের বাৎসরিক লভ্যাংশের মোট ৮৮ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৩৫৯ টাকার চেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিলে জমা দেয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সচিবালয়ে তার দপ্তরে চেকগুলো গ্রহণ করেন।

এর মধ্যে গ্রামীণফোন লিমিটেড ৬৮ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫১৫ টাকা, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ১৫ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৩ কোটি ৯ লাখ ৪২ হাজার ৮৬ টাকা দিয়েছে।

এই অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। দেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। 

এছাড়া দুস্থ ও মৃত শ্রমিকদের অনুদান, ছাত্রবৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় এ অর্থ খরচ করা হবে।

চেক হস্তান্তরের সময় মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে
লালমনিরহাটে সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা
যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে
নেপালে বিক্ষোভ সহিংসতার জেরে সাবেক প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
১০