বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি কমেছে

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ক্যালিব্রেশন সেবার ফি কমানো করেছে।

সেবা গ্রহীতাদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং শিল্পখাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রতিষ্ঠানটির ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল-বিএসটিআই) এর আওতাধীন আন্তর্জাতিকভাবে অ্যাক্রেডিটেড ছয়টি ল্যাবরেটরি থেকে দেওয়া ক্যালিব্রেশন সেবার মূল্য সম্প্রতি কমানো হয়। বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে এটি কার্যকর হয়েছে।

এতে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি ও এলএনজি বটলিং প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি আগের চেয়ে অর্ধেকেরও কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন করানো সম্ভব হবে।

বর্তমানে মাস মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে বাটখারা ও ওজনযন্ত্র, লেন্থ এন্ড ডাইমেনশন ল্যাবরেটরি থেকে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ ও গেজ ব্লক, ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাাসওয়ার ও মাইক্রোপিপেট, টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে থার্মোমিটার, ওভেন, ফারনেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার ও ডাটালগার, ফোর্স এন্ড প্রেসার ল্যাবরেটরি থেকে প্রেসার গেজ ও ব্লাড প্রেসার মেশিন এবং ইলেকট্রিক্যাল, টাইম এন্ড ফ্রিকুয়েন্সি ল্যাবরেটরি থেকে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ (এসি/ডিসি), কারেন্ট (এসি/ডিসি), রেজিস্টেন্স, ওহমমিটার, ক্যাপাসিটেন্স, ওয়াটমিটার ও ক্লাম্পমিটারসহ নানাবিধ যন্ত্রপাতি এখন সহজলভ্য ও সুলভ মূল্যে পরীক্ষা করানো যাচ্ছে।

বিএসটিআই জানিয়েছে, ক্যালিব্রেশন ফি কমায় দেশের শিল্পখাত, গবেষণা প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থাগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণে উৎসাহিত হবে। এতে দেশে উৎপাদিত পণ্যের মান উন্নত হবে, রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে
লালমনিরহাটে সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা
যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে
নেপালে বিক্ষোভ সহিংসতার জেরে সাবেক প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
১০