জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর, অনলাইন ফরম পূরণ ১৩-১৯ অক্টোবর

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের ওপর ভিত্তি করে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা হবে।

নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৬ অক্টোবরের মধ্যে তথ্য পূরণ করে অনলাইনে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে জটিলতা হতে পারে।

আরও বলা হয়েছে, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ পূরণ করতে হবে।

শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।

জানা যায়, এবছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রকাশিত রুটিনের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
রাসপূজায় দুবলার চরে যাওয়া যাবে পাঁচ রুটে
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
১০