জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর, অনলাইন ফরম পূরণ ১৩-১৯ অক্টোবর

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের ওপর ভিত্তি করে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা হবে।

নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৬ অক্টোবরের মধ্যে তথ্য পূরণ করে অনলাইনে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে জটিলতা হতে পারে।

আরও বলা হয়েছে, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ পূরণ করতে হবে।

শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।

জানা যায়, এবছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রকাশিত রুটিনের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
১০