রাজবাড়িতে টাইফয়েড প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
রাজবাড়িতে টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে সোমবার গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, ডেপুটি সিভিল সার্জন ডা. অচিন্ত কুমার, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম,

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, টাইফয়েড বাংলাদেশের অনেক জেলায় জনস্বাস্থ্যের জন্য হুমকি। নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত খাবার এবং সঠিক স্যানিটেশন না থাকার কারণে এ রোগ ছড়ায়। ভ্যাকসিন  দিলে এ রোগ প্রতিরোধ অনেক সহজ হয়।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম তথ্য প্রচারের সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই সাংবাদিকদের সচেতন ভূমিকা জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করবে। কর্মশালায় টাইফয়েড প্রতিরোধের কৌশল, ভ্যাকসিনেশন কর্মসূচির ধাপ ও জনসচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,  অক্টোবর  মাসের ১২ তারিখে থেকে নভেম্বরের ১ তারিখ পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন টিকা সেন্টার গুলোতে সকাল ৮ থেকে  বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভ্যাকসিনেশন চালু থাকবে।

জেলা সিভিল সার্জন  বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছাড়া এ ধরনের জনস্বাস্থ্য মূলক উদ্যোগ সফল করা সম্ভব নয়।’

কর্মশালায় জেলা উপজেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে মহাসপ্তমীর অঞ্জলিতে ব্যস্ত পূজারীরা
নভেম্বর মাস থেকে টিসিবি’র পণ্য তালিকায় যোগ হবে চা, লবন, ডিটারজেন্ট ও সাবান : বাণিজ্য উপদেষ্টা
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,১৮৭
খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক : জাহাঙ্গীর চৌধুরী
অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী
৬৬৯ পদে নিয়োগ গণপূর্ত অধিদপ্তরে; আবেদন ১ অক্টোবর থেকে
সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
যশোরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় জমে ওঠেছে হাটবাজার
১০