রাজবাড়িতে টাইফয়েড প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
রাজবাড়িতে টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে সোমবার গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, ডেপুটি সিভিল সার্জন ডা. অচিন্ত কুমার, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম,

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, টাইফয়েড বাংলাদেশের অনেক জেলায় জনস্বাস্থ্যের জন্য হুমকি। নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত খাবার এবং সঠিক স্যানিটেশন না থাকার কারণে এ রোগ ছড়ায়। ভ্যাকসিন  দিলে এ রোগ প্রতিরোধ অনেক সহজ হয়।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম তথ্য প্রচারের সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই সাংবাদিকদের সচেতন ভূমিকা জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করবে। কর্মশালায় টাইফয়েড প্রতিরোধের কৌশল, ভ্যাকসিনেশন কর্মসূচির ধাপ ও জনসচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,  অক্টোবর  মাসের ১২ তারিখে থেকে নভেম্বরের ১ তারিখ পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন টিকা সেন্টার গুলোতে সকাল ৮ থেকে  বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভ্যাকসিনেশন চালু থাকবে।

জেলা সিভিল সার্জন  বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছাড়া এ ধরনের জনস্বাস্থ্য মূলক উদ্যোগ সফল করা সম্ভব নয়।’

কর্মশালায় জেলা উপজেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
রাসপূজায় দুবলার চরে যাওয়া যাবে পাঁচ রুটে
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
১০