ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তর (ইউএনওপিএস)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এর মাধ্যমে দেশের পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার পরিসংখ্যান ভবনে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লস চালান।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন।
এ সমঝোতা স্মারকের আওতায় বিবিএস ও ইউএনওপিএস বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে-পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, পদ্ধতিগত উন্নয়ন, গুণগত নিশ্চয়তা ও উপাত্ত প্রকাশনা এবং আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও ইনফরমেটিক্স, বিশেষ করে তথ্যচিত্রায়ন ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করা। এছাড়া রয়েছে ভূ-তথ্য (জিওস্পেশাল) প্রযুক্তির প্রয়োগে উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান বিশ্লেষণ করা। পারস্পরিক আগ্রহের বিষয়ে যৌথভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে এসডিজি পরিবীক্ষণ ও এসডিজি স্থানীয়করণ এবং প্রশিক্ষণ, কর্মশালা ও যৌথ প্রকাশনার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলেয়া আকতার নির্ভরযোগ্য, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, এ অংশীদারিত্ব বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমন্বয় নিশ্চিত এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় আধুনিক টুলস ও পদ্ধতি যুক্ত করবে।
বিবিএস-এর মহাপরিচালক ইউএনওপিএস-এর সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এ সহযোগিতা বিবিএস-এর আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন পরিবীক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।
ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক বলেন, বাংলাদেশে এসডিজি অর্জনে ইউএনওপিএস সবসময় কাজ করছে। বিবিএস-এর সঙ্গে নতুন এ সহযোগিতা উচ্চমানসম্পন্ন তথ্য ও পরিসংখ্যান ব্যবহারে সহায়তা করবে, যা প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, এসডিজি অগ্রগতি পরিবীক্ষণ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত জরুরি।
বিবিএস-এর পরিসংখ্যানিক দায়িত্ব ও ইউএনওপিএস-এর কারিগরি দক্ষতার সমন্বয়ে এ অংশীদারিত্ব সারা দেশে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করবে বলে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।