ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব পরামর্শ দেওয়া হয়।
এতে পূজামণ্ডপ, বিসর্জনস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুজবভিত্তিক অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।
গুজব থেকে সতর্ক থাকার আহ্বান:
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বা প্রচিারিত কোন ঘটনা সত্যতা যাচাই না করে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকতে হবে। গুজব ছড়ানো প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সময় নেওয়া উচিত। কারণ অনেক ঘটনাই পরবর্তীতে গুজব হিসেবে প্রমাণিত হয়।
পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার নির্দেশনা:
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাশপাশি সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখতে হবে।
স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করার নির্দেশনা:
পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে। তাদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করতে হবে। যাতে সহজেই সবাই তাদের শনাক্ত করতে পারে।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও আতশবাজি নিষেধাজ্ঞা:
পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
বিসর্জন শোভাযাত্রা ও নির্ধারিত রুট অনুসরণ:
প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার জন্য নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দিয়েছে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং বিশৃঙ্খলার আশঙ্কা কমবে।
জরুরি যোগাযোগ নম্বরসমূহ:
যেকোন প্রয়োজনে সাধারণ মানুষ নিম্নোক্ত কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯
র্যাব কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০২
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯
এছাড়াও যেকোন জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে।
পাশপাশি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।