দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৯

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব পরামর্শ দেওয়া হয়।

এতে পূজামণ্ডপ, বিসর্জনস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুজবভিত্তিক অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।

গুজব থেকে সতর্ক থাকার আহ্বান:

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বা প্রচিারিত কোন ঘটনা সত্যতা যাচাই না করে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকতে হবে। গুজব ছড়ানো প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সময় নেওয়া উচিত। কারণ অনেক ঘটনাই পরবর্তীতে গুজব হিসেবে প্রমাণিত হয়।

পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার নির্দেশনা:

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাশপাশি সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখতে হবে।

স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করার নির্দেশনা:

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে। তাদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করতে হবে। যাতে সহজেই সবাই তাদের শনাক্ত করতে পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও আতশবাজি নিষেধাজ্ঞা:

পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিসর্জন শোভাযাত্রা ও নির্ধারিত রুট অনুসরণ:

প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার জন্য নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দিয়েছে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং বিশৃঙ্খলার আশঙ্কা কমবে।

জরুরি যোগাযোগ নম্বরসমূহ:

যেকোন প্রয়োজনে সাধারণ মানুষ নিম্নোক্ত কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯

র‌্যাব কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০২

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯

এছাড়াও যেকোন জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে।

পাশপাশি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০