কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:২০
কুমিল্লায় ডাকাত দলের সর্দারসহ ১৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

কুমিল্লা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ডাকাত দলের সর্দারসহ ১৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভিংলা বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপার নজির আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সুপার জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি সংঘটিত হয়। এরই পেক্ষিতে জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি কালো রঙের হাইএস গাড়িতে করে ডাকাত দলটি দেবিদ্বার থানায় ডাকাতি করতে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করে। 

পুলিশি সুপার জানান, এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি ও নবীনগর থানা এলাকায় একটি ডাকাতি করেছে। 

তাদের কাছ থেকে ৪ জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর ও নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, আন্তঃজেলা ডাকাতর দলের সরদার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), মো. আল-আমিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০), নিহার বিশ্বাস (৪৮)। 

পুলিস সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের ডাকাতি প্রস্তুতির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
১০