ভোলা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় রাতভর ব্যাপক বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়েছে। বৈরী আবহাওয়ায় জেলার নদনদী উত্তাল রয়েছে।
আজ বুধবার এ দুর্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গাছপালা ও জমির ফসলের ক্ষতির তথ্য মিলেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার আঞ্চলিক কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, আবহাওয়ায় অবস্থা আরও নাজুক হলে এখানকার সব রুটগুলোতে নৌ চলাচল বন্ধ করা হতে পারে।
ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বাসসকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়ার এমন বৈরী অবস্থায় জেলায় তিন নম্বর শতর্কতা জারি করা হয়েছে। ফলে উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং নদনদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঝড়, জলোচ্ছ্বাসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।