ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৫:০০
লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোলায় নদনদী উত্তাল। ছবি: বাসস

ভোলা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় রাতভর ব্যাপক বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়েছে। বৈরী আবহাওয়ায় জেলার নদনদী উত্তাল রয়েছে।

আজ বুধবার এ দুর্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গাছপালা ও জমির ফসলের ক্ষতির তথ্য মিলেছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার আঞ্চলিক কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, আবহাওয়ায় অবস্থা আরও নাজুক হলে এখানকার সব রুটগুলোতে নৌ চলাচল বন্ধ করা হতে পারে। 

ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বাসসকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়ার এমন বৈরী অবস্থায় জেলায় তিন নম্বর শতর্কতা জারি করা হয়েছে। ফলে উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং নদনদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।  

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঝড়, জলোচ্ছ্বাসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০