দিনাজপুরে পূজামণ্ডপগুলোতে মহানবমীর অর্চনায় ব্যস্ত ভক্তরা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
বুধবার সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের আগমনে প্রতিটি পূজামণ্ডপে চলছে মহানবমীর পূজা অর্চনার মহা উৎসব। ছবি : বাসস

দিনাজপুর, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন পূজামণ্ডপগুলোতে উৎসব মুখোর পরিবেশে মহানবমীর পূজা অর্চনায় সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি আর আনন্দে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

আজ ১ অক্টোবর সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের আগমনে প্রতিটি পূজামণ্ডপে চলছে মহানবমীর পূজা অর্চনার মহা উৎসব। সকাল থেকেই শহরের প্রত্যেকটি পূজামণ্ডপে বয়স্ক থেকে শিশু পর্যন্ত সনাতন ধর্মবালম্বী ভক্তদের চোখে পড়ার মত ভির লক্ষ্য করা গেছে।

চলতি বছর জেলায় ১ হাজার ২৭৫'টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পদচারনায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শনার্থীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। পূজামণ্ডপগুলো ভক্তদের ভির, উলুধ্বনি আর ঢাক- ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠেছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উৎসব উদযাপন নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, র‌্যাব আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবক দল নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া শহর ও উপজেলাগুলোতে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন। আইনশৃঙ্খলার কার্যক্রম মনিটরিংয়ে জেলা প্রশাসক কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। 

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, এবারে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ উদযাপনে নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় করছি। প্রতিটি মণ্ডপে পুলিশের টহল, সিসিটিভি নজরদারি এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 
দিনাজপুর শহরে হিন্দু ধর্মাবলম্বীরা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় তারা নিশ্চিন্তে পূজার আনন্দ উপভোগ করতে পারছেন। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সেই সাথে দুর্গাপূজার উৎসব দশমী ও প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু
দেশে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
শিম চাষে আকলিমার ভাগ্য বদল
অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কিছু নেই 
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
১০