রাঙামাটি, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন শারদীয় দূর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের নেতৃত্বে গতকাল বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। এসময় তারা সার্বিক বিষয়ের খোঁজ-খবর নেন।
বিএনপি নেতৃবৃন্দ গীতাশ্রম মন্দির, রিজার্ভ বাজার, আইচ ভবন পুজা মণ্ডপ, শ্রী শ্রী নারায়ণ মন্দির, পৌর কলোনি ও শ্রী শ্রী রক্ষা কালী কেন্দ্রীয় মন্দির তবলছড়ি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব বাচ্চু মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন, জেলা তাঁতী দলের সদস্য সচিব জমির উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক ও রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফাসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।