চট্টগ্রাম (উত্তর), ১অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম ইদ্রিস মহাজন (৪৮)।
আজ বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মরহুম সুলতান মহাজনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে মিরসরাই কমলদহ এলাকায় আলু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে মরদেহ নিয়ে আসে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।