চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:২০
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পৌর এলাকায় পুকুরে ডুবে মো. রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাতগাড়ি নামক এলাকায় বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপড়ার মো. সেলিমের ছেলে। সে এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলো। 

নিহত রাকিবের প্রতিবেশী খাজির আহমেদ জানান, সাতগাড়ি এলাকায় একটি পুকুরে রাকিব ও তার বন্ধুরা গোসল করতে যায়। এসময় রাকিব পানিতে ঝাঁপ দেয়। পরে পুকুর থেকে না ওঠায় তার সাথে থাকা অন্য বন্ধুরা পানি থেকে তাকে উদ্ধার করে। এ সময় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকিব অত্যান্ত মেধাবী ছাত্র ছিলো। ক্লাসে সে ফার্স্ট বয় ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, সদর হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
১০