নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:২১

নওগাঁ, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন জানান, আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র কালাম হোসেন সখিদার (৩৪), নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের পুত্র কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার পুত্র রিমন মিয়া (১৪)।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের দয়ালের মোড় এলাকা থেকে ৬ হাজার ৬৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করা হয়। 

পরবর্তীতে ৬ হাজার ৬৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ আটককৃত ৩ জনকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিীকী জানান, সেনাবাহিনী ৬ হাজার ৬৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জনকে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ট্যাপেন্টাডল এক প্রকারের ব্যথানাশক ওষুধ। ২০২০ সালে ট্যাপেন্টাডল ট্যাবলেটকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য ঘোষণা করে সরকার। সেসময় থেকে এই ট্যাবলেট দেশের ফার্মেসিগুলোতে বিক্রি বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। 

চিকিৎসকদের মতে, এটি নিয়মিত সেবন করলে কিডনি ও লিভার ড্যামেজ হয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০