চট্টগ্রাম (উত্তর), ১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার রাঙ্গুনিয়া উপজেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ প্রকাশ তোলাইয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১ অক্টোবর) সকালে হাটহাজারী মদুনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক তোফায়েল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে হাটহাজারী মদুনাঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সন্ত্রাসী তোফায়েল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, খুন ও ডাকাতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বাসসকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তোফায়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।