টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথভাবে করা র‌্যাংকিং আজ টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

র‌্যাংকিং অনুসারে, বাংলাদেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়; বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

এই র‌্যাংকিং তৈরি করা হয় পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সহযোগিতা সূচকের ভিত্তিতে।

এ বছর জাবি পাঠদান সূচকে ১৯ দশমিক ৭, গবেষণার পরিবেশ সূচকে ১০, গবেষণার মান সূচকে ৭৭ দশমিক ৬, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২০ দশমিক ৪ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৯ দশমিক ৬ পেয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এ বছর মোট ২৮টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

সারাবিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০