টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথভাবে করা র‌্যাংকিং আজ টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

র‌্যাংকিং অনুসারে, বাংলাদেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়; বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

এই র‌্যাংকিং তৈরি করা হয় পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সহযোগিতা সূচকের ভিত্তিতে।

এ বছর জাবি পাঠদান সূচকে ১৯ দশমিক ৭, গবেষণার পরিবেশ সূচকে ১০, গবেষণার মান সূচকে ৭৭ দশমিক ৬, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২০ দশমিক ৪ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৯ দশমিক ৬ পেয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এ বছর মোট ২৮টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

সারাবিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০