দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৮

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘনীভূত হতে পারে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১৩ মিলিমিটার।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মুন্সীগঞ্জে ফার্মেসি মালিককে জরিমানা
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা 
২০২৬ বিশ্বকাপই শেষ, জানালেন রোনাল্ডো
স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
১০