সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় এক নারীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৭

সিরাজগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান। 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসুতি স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সন্তানের বাবা মাজেদ আলী সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে ছাড়াই জলবায়ু সম্মেলনের মঞ্চে মার্কিন নেতারা
মাদকের চালান ধরিয়ে দেওয়ায় চট্টগ্রামে তারেক হত্যা: এক বছর পর খুলল জট
বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে আগ্রহী জাপানি ক্রেতারা
ডিএসইতে আজ লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২
১০