সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় এক নারীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৭

সিরাজগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান। 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসুতি স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সন্তানের বাবা মাজেদ আলী সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০