ফটিকছড়িতে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:১১
আজ ফটিকছড়িতে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ফটিকছড়িতে একটি বসতঘর থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ অক্টোবর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত কওে বলেন, রোববার সন্ধ্যায় ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো. নুরন্নবী (৪৩), মো. আবুল হাশেমের ছেলে মো. আবুল বাশার (২৭) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল করিম (৩০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার অহিদুর রহমান সওদাগরের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে অভিযানে চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

আসামিদের ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পুরোনো ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল ইসলাম অবসরে
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের দ্বিতীয় দিনে ছয়টি খেলা অনুষ্ঠিত
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা : খাদ্য উপদেষ্টা
বিএফভিপিইএ সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বরিশালকে হারিয়ে এনসিএল শুরু খুলনার
বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিলেন চেক প্রেসিডেন্ট
স্টারমারের সফরে ইউরোফাইটার ক্রয় চুক্তিতে নজর তুরস্কের
২০২৮ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প
১০