
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল সোমবার বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসকে দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। বাবিসের দল এই মাসের শুরুতে সংসদীয় নির্বাচনে জয়লাভ করেন।
প্রাগ থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে চেক প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, আন্দ্রেজ বাবিস এমন একটি সরকার গঠন করবেন, যা কোনোভাবেই চেক রিপাবলিকের সংবিধানে অন্তর্ভুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রের নীতিগুলোকে দুর্বল করবে না।