নির্বাচন নিয়ে বিভ্রান্তি নেই, অন্তর্বর্তী সরকার সহযোগিতায় প্রস্তুত: নৌ পরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:২৮
সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

‎ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): নৌ পরিবহন এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।

আজ সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি  এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ।

‎এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
ফাইনালে খেলা হলো না বাংলাদেশের
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল
১০