২০২৮ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ২০২৮ সালের মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। 

ট্রাম্পের সমর্থকদের অনেকে মনে করেন, এই ঘোষণার ফলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার হোয়াইট হাউসে থাকা সহজতর হবে।

ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ। ট্রাম্প গত জানুয়ারিতে নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন।

তবে ট্রাম্পের কিছু সমর্থক পরামর্শ দিয়েছেন, রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় থাকতে পারবেন।

২০২৮ সালের নভেম্বরে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না জানতে চাইলে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেন, তিনি চাইলে তা করার অনুমতি পাবেন।

তবে তিনি বলেন, আমি এটা করবো না। আমার মনে হয় এই সিদ্ধান্তই ভালো হবে। এটা (ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন) করা ঠিক হবে না।

ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় সময়ই বলেন, তার সমর্থকরা সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তাকে এবারের মেয়াদ শেষেও ক্ষমতায় দেখতে চান।

৭৯ বছর বয়সী এই ধনকুবের সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান সম্বলিত লাল টুপি প্রদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০