দিনাজপুরে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ৭১ হাজার

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৩০
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবন। ছবি: বাসস

দিনাজপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য ৭১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ইংরেজি বিষয়ে আবেদন বেশি পড়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় সীমা নির্ধারণ করা হয়েছিল। এই সময়ের মধ্যে প্রায় ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী ৭১ হাজার ৭৬০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। 

উল্লেখ, চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় এক লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। বিগত কয়েক বছরের মধ্যে এই শিক্ষাবোর্ডের সর্বনিম্ন পাসের হার বলে জানা যায়।

চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৪৩টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেনি। 

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, শতভাগ ফেল করা কলেজগুলোর কর্তৃপক্ষকে সতর্কীকরণের চিঠি প্রক্রিয়াধীন রয়েছে। আগামীতে ওই কলেজগুলো ফলাফল ভালো না করতে পারলে, বন্ধ ঘোষণা করা হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা
যুক্তরাষ্ট্র-জাপান পরস্পরের ‘শক্তিশালী’ মিত্র: ট্রাম্প
সুদানের আরএসএফ’কে এল-ফাশারে ২ হাজার লোককে হত্যা করেছে
রাঙ্গামাটির ছোট হরিণায় বিজিবির মানবিক সহায়তা
খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
লালমনিরহাটে সবজির দাম কমলেও কমেনি মাছ-মাংসের 
বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
অনিয়মের অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান
নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
জ্বালানি নিয়ে ট্রাম্প-অরবান বৈঠক আগামী সপ্তাহে
১০