
দিনাজপুর, ৩ নভেম্বর, ২০২৫(বাসস) : দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর সদর ৩ আসনে এবারে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষণার পর বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা সহ সর্বস্তরের মানুষের মধ্যে উল্লাস ও প্রাণ চাঞ্চলতা দেখা গেছে।
জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা কামাল মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর এর কন্যা হওয়ায় গত সাড়ে ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা মামলা হামলার কারণে নিজদের বাড়িতে ঠিক ভাবে বসবাস করত পারেনি। বিএনপি নেতা কর্মীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জলুম, নির্যাতন,অত্যাচার অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এই জেলায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের অপরাধ ছিল খালেদা জিয়া দিনাজপুর এর কন্যা,এ জন্য এখনকার জনসাধারণ বিএনপি'র প্রতি সমর্থন দেয়। আজ বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় সাধারণ মানুষ উৎফুল্ল ও আনন্দে আত্মহারা।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল বলেন,আমি নিজে এবার বিএনপির প্রার্থী হিসাবে প্রচারণায় ছিলাম।দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর আসনে প্রার্থী হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই।এটা দিনাজপুরবাসীর জন্য দীর্ঘ দিন পর সুসংবাদ বলে তিনি ব্যক্ত করেছেন।
গতকাল রাত ৮ টায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি আনন্দ মিছিলে দৃশ্যমান ছিল। এই আনন্দ মিছিল প্রমাণ করেছে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার অপেক্ষায় দিনাজপুরের মানুষ প্রহর গুনাছিল।