
যশোর, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
সকাল ৯ টায় শহরের কারবালা কবরস্থানে মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপির কার্যালয়ে তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লীদের মধ্যে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয়।