নেত্রকোণায় ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৫:০১ আপডেট: : ০৪ নভেম্বর ২০২৫, ১৭:০৫
ছবি : বাসস

নেত্রকোণা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনাম বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ আইডিয়া বাস্তবায়ন পরবর্তী প্রকাশনা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

নেত্রকোণা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. কামরুল হুদা জানান, ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে দেশব্যাপী আইডিয়া প্রতিযোগিতা ২০২৫ গত জুলাই, আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। এ প্রেক্ষিতে নেত্রকোণা জেলায় ২৭টি আইডিয়ার মধ্যে একটি আইডিয়াকে সেরা নির্বাচন করা হয়। জেলা আইডিয়া বাস্তবায়ন কমিটি এবং জেলা আইডিয়া নির্বাচন কমিটি রয়েছে যেটা মন্ত্রণালয় থেকে গঠন করে দেওয়া হয়েছে। আর সে সমস্ত প্রক্রিয়া মেনে ২৭ টি জেলার মধ্যে টিম জুলাই কর্তৃক দাখিলকৃত" জুলাই বিপ্লবকে প্রত্যন্ত অঞ্চলে জন মানুষের কাছে পৌঁছে দেওয়া" শীর্ষক আইডিয়াটি সেরা আইডিয়া নির্বাচিত হয়। 

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর সরকারি বিধিবিধান এবং পরিপত্রের আলোকে সমস্ত প্রচলিত বিধিবিধান মেনে তারা এই আইডিয়াটি নেত্রকোণা জেলায় বাস্তবায়ন করে। আর এই আইডিয়াতে তিনটি অংশ রয়েছে, এর একটি অংশ হলো-নেত্রকোণা জেলার ১৭ জন শহীদের রুহের মাগফেরাত কামনা করে তাদের এলাকার স্থানীয় মসজিদে দুআ মাহফিল, দ্বিতীয়টি শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে স্থানীয় দরিদ্র, এতিম শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থীদের কিছু উপহার বিতরণ এবং তৃতীয়টি হলো ১৭ জন শহীদের নামে ভিন্ন ভিন্ন রাস্তার নামকরণ এবং নামফলক বা স্মৃতিফলক স্থাপন করা।

তিনি আরও বলেন, এই তিনটি ইভেন্ট টিম গত জুলাই মাসে জেলার ১৪ জন তরুণের সমন্বয়ে গঠিত টিম কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গত ৫ আগস্টের মধ্যে নানান প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাস্তবায়ন করেছে। বাস্তবায়নের পর সারাদেশে একসাথে ৩৬ জুলাই বা ৫ আগস্টে যে আইডিয়াটি জেলায় বাস্তবায়ন করা হয় তা সারাদেশে উপস্থাপন করা হয়। 

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দেশব্যাপী প্রদর্শনের সময় নেত্রকোণার এই বাস্তবায়িত আইডিয়াটিও প্রদর্শিত হয়। এই কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের আয়োজনে নেত্রকোণা জেলায় বৃক্ষরোপণ এবং জেলার ১৭ জন শহীদের স্মরণে জেলা শহরের বিএডিসি ফার্মে ১৭টি বৃক্ষ রোপণ করা হয়। এ সমস্ত বিষয়গুলোকে নিয়ে এক সাথে একটি প্রতিবেদন করা হয় সেই প্রতিবেদনটি আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রকাশ করে সকলের জন্যে উন্মুক্ত করা হয়"।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক সুখময় সরকার, রঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা ও জেলার ১৪ জন তরুণ সংগঠক এবং জেলা আইডিয়া বাস্তবায়ন কমিটির সকল সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন চুক্তির আওতায় বেতন বাড়ল নারী ক্রিকেটারদের
জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ
বিমানের জন্য এয়ারবাসের প্রস্তাবে ইউরোপীয় চার দূতের সমর্থন 
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের
সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল
মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের
১০