রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৫:০৭
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ৪ নভেম্বর, বাসস (২০২৫) : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন এস এম মাসুদ, রাজবাড়ী আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মুজুরুল আলম। সভা উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান রেলওয়ে মাঠে ফুটবল ম্যাচ, হাডুডুু, দাঁড়িয়া বাঁধাসহ তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। 

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। 

জেলা প্রশাসক সুলতানা আক্তার সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন চুক্তির আওতায় বেতন বাড়ল নারী ক্রিকেটারদের
জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ
বিমানের জন্য এয়ারবাসের প্রস্তাবে ইউরোপীয় চার দূতের সমর্থন 
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের
সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল
মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের
১০