
মাগুরা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা সিভিল সার্জন, হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। আইনটির সঠিক বাস্তবায়নের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের মধ্যে দায়বদ্ধতা ও আস্থা তৈরি হবে।
তারা আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য। নকল, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যবসায়ীদেরও সঠিক তথ্য প্রদানে উৎসাহিত করতে হবে।
সভায় বক্তারা সকলের প্রতি আহ্বান জানান-ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের।