মাগুরায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৫:০৮
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মাগুরা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা সিভিল সার্জন, হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। আইনটির সঠিক বাস্তবায়নের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের মধ্যে দায়বদ্ধতা ও আস্থা তৈরি হবে।

তারা আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য। নকল, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যবসায়ীদেরও সঠিক তথ্য প্রদানে উৎসাহিত করতে হবে।

সভায় বক্তারা সকলের প্রতি আহ্বান জানান-ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন চুক্তির আওতায় বেতন বাড়ল নারী ক্রিকেটারদের
জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ
বিমানের জন্য এয়ারবাসের প্রস্তাবে ইউরোপীয় চার দূতের সমর্থন 
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের
সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল
মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের
১০