বান্দরবানে কৃষকদের মধ্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ 

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
বান্দরবানে কৃষকদের মধ্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ। ছবি : বাসস

বান্দরবান, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে শীতকালীন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় থানচি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) লিটু চট্টোপাধ্যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমিরউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত দে, টুটন ভট্টাচার্য, উওয়াইমং মারমা, উক্তম মারমা ও মংচপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন, অড়হর ও বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে সরিষা চাষে ৬০ জন, ফেলন চাষে ২০ জন, সূর্যমুখী চাষে ২০ জন, অড়হর চাষে ৪০ জন, চিনাবাদাম চাষে একশ’ জন এবং বোরো ধান চাষে ২০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

এছাড়া প্রত্যেক কৃষককে নির্দিষ্ট পরিমাণে ডিএপি ও এমওপি সারসহ ফসলভেদে বীজ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০