
খুলনা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার সংযোগ সেতু নদীতে ধসে পড়ায় সেখানে কাঠের সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থায়ী সেতু নির্মাণ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায়, দ্রুততম সময়ের মধ্যে কাঠের সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী গ্রামের মধ্যবর্তী উলুবুনিয়া নদীর সংযোগ সেতুটি আকস্মিকভাবে ধসে পড়ে। এই পথে যাতায়াতের একমাত্র সেতুটি ধসে পড়ায় দুই গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীসহ দুই গ্রামের কয়েক হাজার বাসিন্দা।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে পুটিমারী ও লতা ইউনিয়নবাসীর দুর্ভোগের অবসান ঘটে। দুই পাড়ের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী, তিনটি বাজার এবং এলাকাবাসীসহ সর্বসাধারণের একমাত্র যোগাযোগের মাধ্যম এ সেতু।
ব্রিজটি ধসে পড়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব বলেন,‘এখানে নতুন করে পাকা সেতু নির্মাণ করা সময় সাপেক্ষ যার জন্য পরিকল্পনা, অনুমোদন ও অর্থের প্রয়োজন এ কারণে আপাতত কাঠের সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করার পদক্ষেপ নেয়া হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘জনভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কাঠের সেতু নির্মাণ করার ব্যবস্থা নেয়া হয়েছে। এটি সম্পন্ন হলে আপাতত সমস্যার সমাধান হবে। পরবর্তীতে স্থায়ী সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।