ডায়াবেটিক দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:২৯
ছবি : বাসস

সিলেট, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন উপলক্ষে সিলেট নগরীতে আলোচনা সভা, র‌্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর প্রদক্ষিণ শেষে পুরান লেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্থানীয় কালেক্টরেট মসজিদ গেইট প্রাঙ্গণে এবং সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার মো. আব্দুল মোক্তাদির কোরেশি সুমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব বলেন, সাধারণত কায়িক পরিশ্রম না করলে এবং মাত্রাতিরিক্ত ফাস্ট ফুড খেলে ও কোমল পানীয় পান করলে বা মোটা হয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এসব বিষয়ে তাই সচেতন হওয়া প্রয়োজন। আর যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায়, তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে। ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ করা যায়, অর্থাৎ যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন বা সচেতন হোন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলতে পারেন, তাহলে ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

আলোচন সভায় বক্তব্য রাখেন, সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি ডা. মো. আলতাফুর রহমান, সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ. টি. এম. জাফর আহমদ। 

বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। সময়োপযোগী এ প্রতিপাদ্যের মাধ্যমে কর্মস্থলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদের ডায়াবেটিস আছে, তাদের প্রতি সহমর্মিতাসুলভ আচরণ করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
১০