ট্রাইব্যুনালের সামনে হাজির শহীদ পরিবারের সদস্য এবং আহতরা

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৫ আপডেট: : ১৭ নভেম্বর ২০২৫, ১৩:১৮
ছবি : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচার দাবি নিয়ে আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আহতরা।

তারা আজ সকালে প্রথমে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন। এরপর তারা হাইকোর্টের মাজার রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন।

ট্রাইব্যুনালের রায় দেখতে আসা স্বজন ও আহতদের কারও হাতে শহীদ স্বজনের ছবি, কেউ ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের একটাই দাবি- এই মামলায় হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

যাত্রাবাড়ী থেকে আসা জুলাইয়ে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিন বলেন, জুলাই আন্দোলনে যখন পুলিশের গুলি আমার পায়ে আঘাত করে, তখন সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যাই। শত চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছিলাম না। এরপর কিছু লোক টেনে তুলে হাসপাতালে নিয়ে যায়। দিনগুলোতে বিভীষিকাময় পরিস্থিতি ছিল, যা আজও ভুলতে পারছি না। চোখের সামনে কতো মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেখেছি। ওই নির্মম বর্বরোচিত ঘটনার হুমুকদাতা হাসিনার বিচার হলে মনে হবে শহীদ ভাইদের রক্ত বৃথা যায়নি।

বাড্ডা থেকে আসা জুলাইয়ে আহত সাংবাদিক রিপন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হই। সে বর্বরোচিত ঘটনার রেশ এখনো রয়ে গেছে। শরীরে বয়ে বেড়াচ্ছি ক্ষত। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন।

এ রায় ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন বিমান চলাচল স্বাভাবিক হবে
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড
১০