কুমিল্লায় ড্রেজার জব্দ ও ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:০৬
কুমিল্লার মুরাদনগরে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযানে ড্রেজার মেশিন জব্দ। ছবি : বাসস

কুমিল্লা, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার মুরাদনগরে প্রশাসনের টানা অভিযানে ১২ টি ড্রেজার জব্দ ও পৃথক মামলায় ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা, নদী ও কৃষিজমি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে মুরাদনগর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

মোবাইল কোর্টের এসব অভিযানে মোট নয়টি ড্রেজার, প্রায় ৫ হাজার ৫০০ ফুট পাইপলাইন, দুটি এক্সক্যাভেটর ও ব্যাটারি জব্দ করা হয়। একইসাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলায় জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে মাটি কাটায় ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনে ৫ হাজার টাকা এবং অননুমোদিত তেল বিপণনের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বড় আলীর চর এলাকায় গোমতী নদীর তীরবর্তী অঞ্চলে অবৈধ মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। এ সময় সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে দুটি এক্সক্যাভেটর অপসারণ এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই দিনে পূর্ব ধইর (পূর্ব) ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৩টি ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পাইপ ব্যবহার করে নদী ও সরকারি খাসজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। যা পরিবেশের ওপর সরাসরি মারাত্মক প্রভাব সৃষ্টি করে। তারা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে বাড়িঘর, জমি ও ঘাট ভাঙন এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এর আগে পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ড্রেজার ও আড়াই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। এছাড়া যাত্রাপুর ইউনিয়নের পশ্চিম বিল এলাকা থেকে আরও ২টি ড্রেজার ও দেড় হাজার ফুট পাইপলাইন জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। এ অভিযানের অংশ হিসেবে ১১ নভেম্বর বাজার মনিটরিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আল-মদিনা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এর আগে ১০ নভেম্বর বিএসটিআই-এর প্রসিকিউশনে বাঙ্গরা বাজার থানাধীন একটি তেল বিপণনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ওজন মেশিন ব্যবহার এবং নিম্নমানের তেল বিক্রির অভিযোগে অভিযুক্ত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ মাটি কাটা ও ড্রেজার কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আইন লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না এবং অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।

মুরাদনগর উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও খাল সংরক্ষণ ও কৃষিজমি সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি বাজার মনিটরিং এবং পণ্যের মান ও ওজন-পরিমাপ নিশ্চিতকরণ কার্যক্রমও চলবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন মিচেল
আগাম শীতকালীন সবজিতে ভরে উঠেছে রাজবাড়ীর হাট-বাজার
খুলনায় ওয়াশ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা
দিনাজপুর বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষায় ৮৫ জন পাস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি পরীক্ষা মঙ্গলবার
জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি নয়, শান্তিপূর্ণ নির্বাচনই লক্ষ্য: আজিজুল বারী
আজকের এ রায় দেশে স্বৈরতন্ত্র রোধে মাইলফলক হয়ে থাকবে: ইসলামী আন্দোলন
চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
শেখ হাসিনার ফাঁসির রায় শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পূর্ণ সত্যায়ন: এবি পার্টি
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : পরিবেশ উপদেষ্টা
১০