
ঢাকা, ১৭ নভেম্বর. ২০২৫ (বাসস): শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে ‘শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পূর্ণ সত্যায়ন” হিসেবে উল্লেখ করেছে এবি পার্টি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে উচ্চারিত বহু নীতিবাক্য আজ আবারো বাস্তবতার পরীক্ষায় সত্য প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, ‘অহংকার পতনের মূল’, ‘সত্য সমাগত, মিথ্যা অপসৃত’ এবং ‘চোরের দশদিন-গৃহস্থের একদিন’—এ ধরনের বাণীগুলো অনেকেই শুধু নীতিবাক্য বা প্রবোধের শব্দগুচ্ছ হিসেবে দেখে এসেছেন। কিন্তু সময় ও ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এগুলো কেবল অতীতের জালেমদের জন্য নয়, ভবিষ্যতে কেউ জালেম হলে তাদের জন্যও একইভাবে সত্য হয়ে ফিরে আসে।
মঞ্জু আরও বলেন, ন্যায় ও সত্যের পথে জনগণের বিশ্বাস আবারো প্রতিষ্ঠা পেয়েছে। যা দেশের রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়বিচারের ধারা আরো শক্তিশালী করবে।