পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১৯
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনকে আরও বিস্তৃত করতে হবে।

তিনি বলেন, পরিবেশবান্ধব ও দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য নতুন নতুন পাটপণ্য উদ্ভাবনের পাশাপাশি আধুনিক গৃহ ও কর্মস্থলে পাটের নান্দনিক প্রয়োগ বাড়াতে হবে। ডেকোরেটিভ আর্টসেও পাটের সৃজনশীল উপস্থাপন বাড়ানো সময়ের দাবি। পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেলে কর্মসংস্থান, অর্থনীতি ও স্থানীয় শিল্পের বিকাশে এটি বড় অবদান রাখবে। 

আজ সোমবার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করা এবং পাটপণ্যের বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। পাটচাষিদের প্রণোদনা দিতে হবে এবং পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে পরিবেশ ও পাট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

তিনি বলেন, সুইজারল্যান্ডসহ উন্নত দেশের শপিংমলে ইতোমধ্যে বাংলাদেশের পাটের ব্যাগ ব্যবহার হচ্ছে, অথচ দেশে এখনো পাটের ব্যাগের প্রচলন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। পলিথিন বর্জন করে পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধিতে ভোক্তাদেরও দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, সরকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের সক্ষমতা বাড়াতে কাজ করছে। পাটপণ্য পরিবেশবান্ধব ও নান্দনিক। 

পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে উদ্যোক্তাদের এর প্রসারে আরো উদ্যমী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম-সচিব) মো. জাহিদ হোসেন, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শমব্রো এবং বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম প্রমুখ। পরে অতিথিরা পাটপণ্য প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শীত আসতে না আসতেই বরিশালে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা 
বাউফলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়া হতে পারে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের নতুন গন্তব্য
প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ
কিশোরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েও শহীদের তালিকায় নাম নেই ভোলার সাহাবুদ্দিনের
মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ
শেখ হাসিনার রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : গোলাম পরওয়ার
১০