
কুড়িগ্রাম, ১৭ নভেম্বর ২০২৫(বাসস):জেলার রাজারহাট উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী।
গতকাল রোববার রাতে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক যোগদান অনুষ্ঠানে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।
রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য আশরাফুল হক রুবেল,জেলা যুবদলের সভাপতি রায়হান কবির এবং রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক রাজ, জাকির হোসেন খান, রুশো চৌধুরী, ইমদাদুল হক মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস প্রমুখ।
জাতীয় পার্টির দীর্ঘদিনের নেতা জামাল উদ্দিন বলেন,‘বহুদিন এরশাদ সাহেবের আদর্শে রাজনীতি করেছি। কিন্তু বর্তমান জাতীয় পার্টিতে শৃঙ্খলা নেই। ক্ষমতার লোভে নয়, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।’
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন,‘অশুভ শক্তিকে মোকাবেলা করতে জাতীয়তাবাদী সকল আদর্শের মানুষের ঐক্যই হলো শক্তি। জাতীয় পার্টির নেতাকর্মীদের এই যোগদান বিএনপিকে আরও সংগঠিত করবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,‘বিএনপি এমন একটি সংগঠন যেখানে কর্মের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়। যারা আজ যোগ দিলেন তারা ভবিষ্যতে দলের নেতৃত্বেও আসবেন।’
আলোচনা শেষে জামাল উদ্দিন ও আব্দুল হাকিম খন্দকারের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।