কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা জব্দ

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৩

কুড়িগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। 

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অনন্তপুর বিওপি’র টহলরত বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা গাঁজার পোটলা ফেলে ভারত সীমান্তের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০