সিলেটে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
সিলেটে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: বাসস

সিলেট, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার রাতে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ। 

মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমীন তাহমীদের পরিচালনায় সভয় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ভাষাসৈনিক মো. মাসউদ খান।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসের একজন মহানায়ক। তিনি ছিলেন একটি যুগের প্রতীক, একটি আন্দোলনের নাম, এক অনমনীয় প্রতিবাদের ইতিহাস। ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা। 

বক্তারা বর্তমান প্রজন্মের কাছে মওলানা ভাসানীর জীবনী ও আদর্শ তুলে ধরার এবং পাঠ্যপুস্তকে ভাসানীর সংগ্রামী জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলী আহমদ, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন ও শওকত ওসমান জুবায়ের। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আলি আশরাফ চৌধুরী খালেদ, মহিউদ্দিন আহমদ, নেছারুল হক চৌধুরী বোস্তাম, জমির আহমদ, মকসুদ হোসেন, মো. সাদেক মিয়া, এ এস এম নুরুল হুদা সালেহ, আজাদ আহমদ, মুখলেস আহমদ, আজিজুর রহমান, সৈয়দ কাউসার আহমদ, বোরহান আহমদ, মিনহাজ আহমদ, সঞ্জয় কান্তি দাস, কামাল আহমদ, জুবায়ের আহমদ ও নিগাত সাদিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০